Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমুহ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতয় পরিচালিত এ পজেলায় (ক) বয়স্ক ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট 23,212  জন; (খ) বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট 14,926 জন; (গ)  প্রতিবন্ধী ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট 9,883  জন এবং (ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট 2৬4 জন। (ঙ) অনগ্রসর বিশেষ ভাতা উপকারভোগীর সংখ্যা মোট 57 জন। (চ) অনগ্রসর শিক্ষা উপবৃত্তি 96 জন। (ছ) হিজড়া বিশেষ ভাতা উপকারভোগী সংখ্যা মোট 05 জন। (জ) চা-শ্রমিক সংখ্যা মোট 25 জন।

 

দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি :দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতয় এ উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। (ক) পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান 1,95,91,624/- (এক কোটি পঁচানব্বই লক্ষ একানব্বই হাজার ছয়শত চব্বিশ) টাকা  উপকারভোগীর সংখ্যা- 8518জন এবং (খ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আ্ওতায় পরিচালিত ঋণ কার্যক্রমে এ উপজেলায় সর্বমোট বরাদ্দকৃত অর্থের পরিমান 17,68,037/- (সতের লক্ষ আটষট্টি হাজার সায়ত্রিশ) টাকা  এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা- 151 জন। 

 

আবাসন ও আশ্রয়ণ প্রকল্প : আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩(তিন) টি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। আখানগর আশ্রয়ণ প্রকল্প, খড়িবাড়ী আশ্রয়ণ প্রকল্প এবং মুজাবর্নী আশ্রয়ণ প্রকল্প। এ সকল আশ্রয়ণ প্রকল্পে ঋণ খাতে বরাদ্দকৃত মূলধনের পরিমাণ 7,10,০০০/- (সাত লক্ষ দশ হাজার) টাকা যা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋণ হিসাবে বিনিয়োগকৃত; এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা- 143 জন। 

 

প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ : প্রতিবন্ধিতা সরাক্তকরণ জপি কর্মসূচির মাধ্যমে পাবনা সদর উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা - ৪৪১৪ জন। যাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

 

বেসকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট : ঠাকুরগাঁও সদর উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার সংখা- 34 টি। ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত শিশুর সংখ্যা 790 জন

 

স্বেচ্ছাসেবী সংস্থা ও কমিউনিটি ক্ষমতায়ন  : এ উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সংখ্যা 115 টি । যে সংস্থাগুলি সমাজে বিভিন্ন সামাজিক সচেতনামূলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ সামজিক উন্নয়নে গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করছে।